বিটিসি স্পোর্টস ডেস্ক:মৌসুম শুরুর আগে শক্তি বাড়াতে তিজ্জানি রেইন্ডার্স, রায়ান চেরকিদের দলে ভিড়িয়েছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে মৌসুম শুরুর ম্যাচে জ্বলে উঠেছেন দুজনই। উলভারহ্যাম্পটনের বিপক্ষে দারুণ জয়ে শিরোপা পুনরুদ্ধার মিশন শুরু করেছে ম্যানচেস্টার সিটি।
শনিবার (১৬ আগস্ট) মলিনাক্স স্টেডিয়ামে স্বাগতিক উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির পক্ষে আর্লিং হলান্ড জোড়া গোল করেন। তিজ্জানি রেইন্ডার্স ও বদলি নামা রায়ান চেরকি বাকি গোল দুটি করেন।
আগের দিন লিভারপুল-বোর্নমাউথ ম্যাচে স্মরণ করা হয়েছিল প্রয়াত দিয়োগো জটাকে। আজ সিটি-উলভারহ্যাম্পটন ম্যাচের আগে নানা আয়োজনে স্মরণ করা হয় তাকে। অলরেডদের আগে উলভসদের হয়েই খেলতেন এই প্রয়াত পর্তুগিজ।
ম্যাচের ২৪ মিনিটে উলভসরাই আগে জালে বল পাঠায়। কিন্তু মার্শাল মানেৎসির সেই গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
৩৪ মিনিটে ডেডলক ভাঙেন আর্লিং হলান্ড। পরের ৪ মিনিটের মধ্যে আরেক গোল করে চালকের আসনে বসে যায় সিটি।
ম্যাচের প্রথম গোলটির পেছনে বড় অবদান রেইন্ডার্সের। এসি মিলান থেকে এই মৌসুমেই সিটিতে যোগ দেয়া এই মিডফিল্ডার প্রতিপক্ষের একজনকে কাটিয়ে দারুণ ফ্লিকে বক্সে বল দেন। ডানে থাকা রিকো লুইস বল পাস দেন হলান্ডকে। দূরের পোস্ট দিয়ে অনায়াসে বল জালে পাঠান এই নরওয়েজিয়ান।
এই গোলের রেশ না থাকতেই প্রিমিয়ার লিগে অভিষেকেই গোলদাতার তালিকায় নাম লেখেন রেইন্ডার্স। অস্কার ববের বাড়ানো বল ছুটে গিয়ে প্রথম স্পর্শেই জালে পাঠান এই ডাচ মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে ফের ব্যবধান বাড়ান হলান্ড। ৬১ মিনিটে রেইন্ডার্সের পাস ছুটে গিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান এই নরওয়েজিয়ান। প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৬ ম্যাচে ১০ গোল করলেন হলান্ড।
৭৩ মিনিটে হলান্ডকে তুলে চেরকিকে নামান গার্দিওলা। এরপর গোল করতে এই ফরাসি সময় নিয়েছেন মাত্র ৭ মিনিট।
নিকো ও’রেইলিকে ব্যাকফ্লিকে বল দিয়ে এগিয়ে যান চেরকি। এরপর ফিরতি বল ডি-বক্সের বাইরে থেকেই জোরাল শটে জালে পাঠান তিনি। প্রিমিয়ার লিগে অভিষেকেই গোল পেলেন এই ২১ বছর বয়সী।
এদিকে, দিনের অন্যান্য ম্যাচে ব্রাইটন ফুলহ্যামের সঙ্গে ১-১ গোলে এবং নিউক্যাসল ইউনাইটেড অ্যাস্টন ভিলার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.