হলান্ডের মৌসুম কি শেষ

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রাথমিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে আর্লিং হলান্ডের চোট। সেই চোট কতটা গুরুতর বা কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে, তা বোঝা যাবে আরও পরীক্ষা করিয়ে ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নিয়ে।
তবে তাকে যে অনেক দিন বাইরে থাকতে হবে, তা নিয়ে আপাতত সংশয় নেই। ম্যানচেস্টার সিটির অবশ্য আশা, মৌসুম শেষের আগেই মাঠে নামতে পারবেন এই স্ট্রাইকার।
বোর্নমাউথের বিপক্ষে রোববার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে চোট পেয়ে ৬০তম মিনিটে মাঠ ছাড়েন হলান্ড। ম্যাচের পর যখন ক্রাচে ভর দিয়ে তিনি মাঠ ছেড়ে যান, খারাপ কিছুর শঙ্কা ছড়িয়ে পড়ে তখনই।
পরীক্ষা করানোর পর ম্যানচেস্টার সিটির বিবৃতিতে তা নিশ্চিত হয় আরও।
“সোমবার সকালে ম্যানচেস্টারে আর্লিংয়ের প্রাথমিক পরীক্ষা করানো হয়েছে এবং এখন তাকে বিশেষজ্ঞ দেখানো হবে চোটের সম্পূর্ণ মাত্রা পুরোপুরি নিশ্চিত হতে। তার অবস্থা ভালোভাবে বুঝতে মূল্যায়ন চলছে এখনও। আপাতত আশা করা হচ্ছে, মৌসুমের বাকিটায় আর্লিং ফিট হয়ে উঠে খেলতে পারবে, এই গ্রীষ্মের ফিফা ক্লাব বিশ্বকাপসহ।”
ক্লাব বিশ্বকাপের নতুন পরিসরের প্রথম আসর অনুষ্ঠিত হবে আগামী জুনে। এখনই যখন সেটিকে যখন লক্ষ্য করা হচ্ছে, তাতে ইঙ্গিত মেলে, বেশ অনেকটা সময়ই মাঠের বাইরে থাকতে হবে হলান্ডকে। বুধবার লেস্টার সিটির বিপক্ষে ম্যাচ ও রোববার ম্যানচেস্টার ডার্বিতে তো তাকে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই।
চলতি মৌসুমে ধুঁকতে থাকা ম্যানচেস্টার সিটির জন্য বড় এক ধাক্কা এই সময়ে হলান্ডকে হারানো। সেরা চেহারায় না থাকলেও চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচে ২১ গোল করেছেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ৪০ ম্যাচে ৩০টি।
লিগ শিরোপা ধরে রাখার লড়াই থেকে আগেই ছিটকে গেছে পেপ গুয়ার্দিওলার দল। এখন তাদের মূল লক্ষ্য পয়েন্ট তালিকায় শীর্ষ চারে থেকে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করা।
লিগের ৯ ম্যাচ বাকি থাকতে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা এখন। লিগের সবশেষ চার ম্যাচে তাদের জয় স্রেফ একটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.