BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হলান্ডের আরেকটি হ্যাটট্রিক, নরওয়ের জয় এবং ইতালির দুর্ভাবনা

হলান্ডের আরেকটি হ্যাটট্রিক, নরওয়ের জয় এবং ইতালির দুর্ভাবনা

বিটিসি স্পোর্টস ডেস্ক: আগের ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন পাঁচবার! সেখান থেকে ক্লাবে ফিরে ছয় ম্যাচ খেলে প্রতিটিতেই পান গোলের দেখা। এরপর আবার জাতীয় দলে ফিরে করলেন হ্যাটট্রিক। এমন অবিশ্বাস্য ফর্মেই আছেন আর্লিং হলান্ড। তার দুর্দান্ত নৈপুণ্যে ইসরায়েলকে বিধ্বস্ত করল নরওয়ে।

অসলোয় শনিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে নরওয়ে। তাদের অন্য দুটি গোল প্রতিপক্ষের আত্মঘাতী।

নরওয়ের একচেটিয়া আধিপত্যের ম্যাচে গোল উৎসবের শুরু ইসরায়েলের আত্মঘাতী হওয়ার মধ্য দিয়ে। তাদের ফরোয়ার্ড আনান খালাইলির কাঁধের কাছে লেগে বল চলে যায় তাদেরই জালে। ২৮তম মিনিটে দ্বিতীয় আত্মঘাতী গোলটি করেন দলটির ডিফেন্ডার ইদান নাহমিয়াস।

এই দুই গোলের মাঝে ২৭তম মিনিটে নিজের প্রথম গোলটি করেন হলান্ড। আলেকসান্দার সরলথের পাস ধরে ডি-বক্সে ঢুকে একজনের বাধা এড়িয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।এরপর ৬৩ ও ৭২তম মিনিটে হেডে জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন হলান্ড।

সেপ্টেম্বরে বাছাইয়ে মলদোভার বিপক্ষে নরওয়ের ১১-১ ব্যবধানে জয়ে পাঁচটি গোল করেছিলেন হলান্ড। এবারের হ্যাটট্রিক দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ৪৬ ম্যাচে তার গোল হলো ৫১টি।

১৯৯৮ সালের পর প্রথম বিশ্বকাপে খেলার সম্ভাবনাও আরও জোরাল হলো নরওয়ের। বাছাইয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে তারা।

তাদের এই দুরন্ত যাত্রায় ইতালিয়ানদের দুর্ভাবনা বাড়ল আরও। আগের দুই বিশ্বকাপেও বাছাই উৎরাতে না পারা ইতালি ৯ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অবশ্য দুটি ম্যাচ কম খেলেছে।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১২ গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো সরাসরি পাবে ২০২৬ বিশ্বকাপের টিকেট। রানার্সআপ দলগুলোর সামনেও সুযোগ থাকবে, তবে পেরিয়ে আসতে হবে প্লে-অফের কঠিন যাত্রা। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ