হরিপুরে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দেশব্যাপী করোনার মহামারী পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ প্রোটিন নিশ্চিতকরণে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার প্রাণিসম্পদ কার্য্যালয় উপজেলায় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস মাংস বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে৷
আজ সোমবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কালিগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধন করেন,হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হরিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুবর্ণা রাণী চৌধুরীসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দুগ্ধখামার ও পোল্টি,হাঁস খামারিরা। উপজেলা প্রাণিসম্পদ অফিস জানিয়েছেন, এটি ৪৫ দিনের একটি প্রোগ্রাম।
প্রতিদিন ভ্রাম্যমাণ গাড়িটি হরিপুর উপজেলার বিভিন্ন সড়কে দুধ ১ লিটার ৫০ টাকা, ডিম প্রতিপিস ৬ টাকা ৫০ পয়সা ও সোনালী মুরগী ১ কেজি ২৫০ টাকা মুল্যে বিক্রি করবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.