হরিণের ৭ কেজি মাংসসহ ২ শিকারী আটক

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) একটি অভিযানে ৭ কেজি হরিণের মাংসসহ দুই হরিণ শিকারীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে একটি বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার (২৬ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর সুন্দরবন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৭ কেজি হরিণের মাংস ও ১টি মোটর সাইকেলসহ ২ জন হরিণ শিকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বড় ভেটখালী গ্রামের মৃত বিনয় মন্ডলের ছেলে রবীন্দ্র (৩৫) ও হরিনগর গ্রামের মৃত আফতাব সানার ছেলে মো. মাজেদ সানা (৪৫)।
এরপরে জব্দকৃত হরিণের মাংস, মোটর সাইকেল ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মরাগাং ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.