হরমুজ প্রণালিতে ওমান-ইরানের যৌথ মহড়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালি ও ওমান সাগরে ইরানের পানিসীমায় ওমানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়েছে ইরান। ওমান ও ইরানি নৌবাহিনীর মধ্যে এ নিয়ে ৯ বার যৌথ মহড়া অনুষ্ঠিত হলো।
দুই দেশের মধ্যে গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। খবর ইরনার।
যৌথ নৌ মহড়ায় উভয় দেশের কয়েকটি রণতরী, বেশ কিছু হেলিকপ্টার এবং ইরানে তৈরি ড্রোন অংশ নেয়। এ সময় ইরান ও ওমানের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত থেকে মহড়া পরিদর্শন করেন।
দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করা, সাগরে বেশ কিছু প্রশিক্ষণ কর্মসূচি চালু করা, অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের নৌবাহিনীর সদস্যদের কার্যক্ষমতাকে আরও শক্তিশালী করাই এ মহড়ার প্রধান উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.