হরমুজে উত্তেজনা; ইরানের মার্কিন ট্যাংকার জব্দের চেষ্টা ভণ্ডুল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের দু’টি তেলের ট্যাংকার জব্দে ইরানের চেষ্টা ভণ্ডুল করে দেয়া হয়েছে, বলে দাবি করেছে মার্কিন নৌবাহিনী। এ ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে।
বুধবার (৫ জুলাই) স্থানীয় সময় রাত একটার দিকে ওমান উপসাগরে মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী টিআরএফ মস’ নামের জাহাজটির কাছাকাছি পৌঁছায় ইরানের নৌবাহিনী। কিন্তু, মার্কিন জাহাজ এলে ইরানিরা সরে যায় ঘটনাস্থল থেকে।
এর তিন ঘণ্টা পর, ইরানিরা টার্গেট করে বাহামার পতাকাবাহী ‘রিচমণ্ড ভয়েজার’ নামের আরেকটি জাহাজকে। ট্যাংকার লক্ষ্য করে ছোঁড়ে গুলিও। তবে এ গোলাগুলিতে কেউ হতাহত হয়নি। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার নিয়ে মার্কিন জাহাজ তাড়া করলে এখান থেকেও পিছু হটে তারা।
দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের অভিযোগ, জ্বালানি সরবরাহে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌ রুট হরমুজ প্রণালীতে মার্কিন বাণিজ্যিক ট্যাংকার চলাচলে বাধা ও জব্দের চেষ্টা করে তেহরান। ২০২১ সাল থেকে এ পর্যন্ত তারা হামলা বা জব্দ করেছে প্রায় ২০টি মার্কিন ট্যাংকারে।
প্রসঙ্গত, গত মে মাস থেকেই হরমুজ প্রণালীতে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.