চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা বিস্তার, সমাজ কল্যাণ ও তরিকত চর্চায় হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) অন্যতম প্রতিকৃত ছিলেন ।দেশ ,জাতি,মানবতার কল্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে ও দরবার এ বেতাগী আস্তানা শরীফ অসাধারন ভাবে ভূমিকা পালন করে আসছে।
শরীয়ত তরিকতের খেদমতের পাশাপাশি প্রাতিষ্টানিক ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাঙালী জাতির মহান স্বাধীনতা সংগ্রামে হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ’র(রহঃ) অবদান চির স্মরণীয় হয়ে থাকবে। হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত বেতাগী আনজুমানে রহমানিয়া বর্তমানে ২১টি শিক্ষা, ধর্মীয় ও সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান পরিচালনা করছে – ওরশ শরীফের মাহফিলে সভায় বক্তারা এ কথা গুলো বলেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ত সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর যোগ্যতম উত্তরসুরী ও সাহেব জাদা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সংগঠক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, মুরশীদে বরহক কুতুবে জমান হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর ১৭ তম ওরশ শরীফ মহান ২০ মহররম, ১ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১৬ জুলাই বুধবার চট্টগ্রাম বেতাগী রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয়।
ওরশ শরীফের দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল, পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুছ,খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ ও বেলা ৩টা থেকে হুজুর কেবলার জীবনী আলোচনা, প্রখ্যাত ওলামায়ে কেরামগনের ওয়াজ নছিহত, মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ।
ওরশ শরীফের মাহফিলে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত’র প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মাওলানা মুহাম্মদ নুর মুহাম্মদ আল কাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়মি সদস্য সোলায়মান ফরিদ, ইমাম শেরে বাংলার বড় সাহেবজাদা হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা আমিনুল হক আল কাদেরী, এডভোকেট এ.এফ. মঈনুদ্দিন আহমদ, লোহাগাড়া দরবার এ হযরত শাহ পেঠান (রহঃ) সাজ্জাদানশীন শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির, কদলপুর দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ আমিনুল হক শাহ হাসান, শাহজাদা মাওলানা জুন নুরাইন, আহলে সুন্নাত ওয়াল জামায়া’ত এর সাংগঠনিক সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, কলামিস্ট নেছার আহমেদ খান, ডায়নামিক প্রপার্টিজ’র চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ আজম উদ্দিন, পরিচালক আলহাজ¦ মোহাম্মদ নুরুল ইসলাম, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক সিদ্দীকি, অধ্যক্ষ আল্লামা মারেফাতুন নুর, অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ মাওলানা মুফতী আলীআকবর, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, মাওলান জাফর আহমদ মানিকী, শাহজাদা গোলাম আলী, শাহজাদা শফিকুর রহমান, শাহজাদা মুহাম্মদ হাসান, শাহজাদা মুহাম্মদ হোসাইন, শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ সারোয়ার আজম, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা আবদুস সালাম, অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, মাওলানা এনাম রেজা কাদেরী, ফতেপুর দরবার শরীফের শাহজাদা ফকরে শামসুল আরেফীন, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা হাবিবুর হরমান ফারুক, মাওলানা আরিফুর রহমান রাশেদ, মাওলানা হাফিজুর রহমান রুমী, মাওলানা আবু জাফর, মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী, মাওলানা হাফেজ আবদুল হাই, দরবার এ বেতাগী আস্তানা শরীফের মোন্তাজেম ও মেজ শাহজাদা মাওলানা আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবুশাহ, শাহজাদা শাহ আহসান উল্লাহ (শাহচান্দ), শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ (মাওলানা), শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান (পেঠান শাহ), বেতাগী আনজুমানে রহমানিয়ার সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম সিকদার, এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর, আলমশাহ, শাহজাদা বদরুদ্দিন মোহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি, শাহজাদা কামরুল আরশ মোহাম্মদ মাহমুদুর রহমান জিলান, মোহাম্মদ আলমশাহ, মোহাম্মদ হাশেম কন্ট্রাক্টর, বখতিয়ার সওদাগর, ডাঃ মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হারুন, মাস্টার দেলওয়ার হোসাইন সাইফু, সাধারণ সম্পাদক মাস্টার এহসানুল করিম, মোহাম্মদ সোলায়মান, মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা আবু জাফর বাদশা, রাঙ্গুনীয়া থানা ইসলামী ফ্রন্টের সভাপতি করিম উদ্দিন হাসান প্রমুখ।
মাহফিলে মিলাদ কিয়াম পরিচালনা করেন শাহজাদা কামরুল আরশ মোহাম্মদ মাহমুদুর রহমান জিলান দেশ জাতি ও মানবতার কল্যাণে হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীর সমৃুদ্ধি উন্নয়ন কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.