হযরত মোহাম্মাদ (সঃ) এর ব্যাঙ্গাত্তক কার্টুন প্রদর্শনীর প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ


নাটোর প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় সমর্থনে হযরত মোহাম্মাদ (সঃ) এর ব্যাঙ্গত্তক কার্টুন প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে নাটোর জেলার সর্বস্তরের ওলামা ,মাশায়েখ ও তাওহীদী জনতার ব্যানারে এই কর্মসূছী পালন করা হয়।

মওলানা মাসউদুর রহমান মাসুদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মওলানা রফিকুল ইসলাম, মওলানা আব্দুলমমিন, মওলানা মাহবুবুর রহমান, মওলানা ফরহাদুজ্জামান, মওলানা মাহবুব মাহতাবী, মওলানা আবুল হোসেন ,মওলানা আবু মুসা, মওলানা রুহুল আমিন, মওলানা রেজাউল করিম, মওলানা আবুল কালাম, হেলালী নাদবী এবং কেন্দ্রীয় মসজিদের খতিব প্রমুখ।

বক্তরা মহানীকে নিয়ে ব্যাঙ্গাত্বক কার্টুন প্রদর্শনীর তীব্র প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের পণ্য বর্জন ও ফ্রান্সের দুতাবাস অপসারণের দাবী জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.