হযরত মোহাম্মদ (সাঃ) কে কুটক্তির প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং আয়েশা (রাঃ) কে নিয়ে ভারতের নবীন কুমার জিন্দাল ও নুপুর সর্মার কটুক্তি ও চরম অপমাননাকর মন্তব্য করার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তৌহীদি জনতার আয়োজনে শুক্রবার জুম্মা নামাজের পর ধর্মকুড়া মডেল মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় ঐতিহাসিক বটতলা চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
তৌহীদি জনতার আহবায়ক মাওলানা আমিনূল ইসলামের সভাপতিত্বে এতে সদস্য সচিব মাওলানা সুলতান মাহমুদ,আঃ খালেক প্রমূখ বক্তব্য রাখেন।  এ সময় মানববন্ধন কারীরা নবীন কুমার জিন্দাল ও নুপুর সর্মার সর্বোচ্চ শাস্তির দাবি করেন। এতে উপজেলার বিভিন্ন মসজিদের মুসুল্লিরা অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.