হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) এর পবিত্র চাহরম শরিফ অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো: হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী(কঃ) এর মহান ১০ মাঘ ১১৮তম বার্ষিক ওরশ শরীফ উরস শরিফ শেষে পবিত্র ‘”চাহরম শরিফ”‘ যথাযথযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ জানুয়ারী মাইজভাণ্ডার দরবার শরীফস্থ বিভিন্ন মনজিল মহাসমারোহে পবিত্র চাহরম শরীফ উদযাপন করে। চাহরম শরীফ উপলক্ষে বিভিন্ন ফলাদিসহ হাদিয়া নিয়ে আশেক ভক্তের সমাগম ঘটে।
এদিকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গাউছিয়া হক মনজিলে পবিত্র চাহরম শরীফ উদযাপিত হয়।
“চাহরম শরিফের ফাতেহা উপলক্ষে “বিশ্ববাসীর কল্যাণে মুনাজাত করেন গাউছিয়া হক মনজিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত শাহসূফি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
উল্লেখ্য, গাউসুল আযম হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী(ক.)এর ১১৮তম বার্ষিক উরস শরিফ গত ২৪ জানুয়ারী অনুষ্ঠিত হয়।
ইমামুল আউলিয়া হুজুর গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)-এর ১১৮তম মহান ১০ মাঘ ওরস শরীফ পরবর্তী ‘চাহরাম শরিফ’
রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান বাবা মাইজভাণ্ডারী কেবলা কাবা সদারতে গাউসিয়া হক মঞ্জিলে অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.