হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সহপাঠী ৮৬’র মিলনমেলা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বার্ষিক সাধারণ সভা। ওই সভা ছিল সহপাঠী ৮৬ নামের একটি নবগঠিত সংগঠনের।
২০২০ সালের এপ্রিল মাসে এ সংগঠনটি আত্মপ্রকাশ করে। ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে ১৯৮৪-৮৫ই শিক্ষাবর্ষে এসএসসি রেজিষ্ট্র্যাশনভূক্ত এবং ১৯৮৬ সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণশিক্ষার্থীদের সমন্বয়ে এ সামাজিক সংগঠন গড়ে তোলা হয়।
গতকাল শুক্রবার ছিল ওই সংগঠনের প্রথম বার্ষিক সাধারণ সভা। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই সভাই কার্যতঃ পরিণত হয় সহপাঠীদের মিলন মেলায়। নানা পর্বের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে বিচরণ ও ফটোসেশন, সন্ধ্যার পর বার্ষিক সাধারণ সভা, স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র ইত্যাদি।
স্মৃতিচারণ পর্বে সহপাঠীরা এমনভাবে তাদের স্কুল জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরছিলেন তাতে পুরোনো স্মৃতি জীবন্ত হয়ে উঠে। অনেকেই শিক্ষকদের মায়ামমতার কথাও বলেন, বেত্রাঘাতের কথাও। সর্বপোরি শিক্ষকদের প্রশংসায় তারা ছিলেন পঞ্চমুখ।
অনুষ্ঠানের অন্যতম আর্কষণ ছিল প্রবাসী সহপাঠীদের ভিডিও কনভারসেশন। প্রজেক্টরে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থান থেকে ভারচুয়্যালি যোগ দেন সহপাঠী ৮৬ এর সদস্যরা।
তাদের মধ্য ছিলেন কাজী রেজাউদ্দিন হায়দার, জায়েদুল মোহিত খান, মোঃ ফরিদ আহমেদ, ইফতেখার আহমেদ চৌধুরী মুবিন, সালাউদ্দিন মোঃ বেলাল, মোঃ হারুনুর রশীদ চৌধুরী, রুহুল আমীন রকিব, সৈয়দ জিয়াউল ইসলাম তারেক, চৌধুরী সাজলী সামছ সোহেল, রুহুল আমীন হীরা, তাফারোজ হোসেন আরমান প্রমুখ। সভাপ্রাঙ্গনে যারা উপস্থিত ছিলেন তারা হলেন,  মোঃ এনামুল হক সেলিম, শামসুল আলম খান তোফা, মোঃ নাজমুল মোস্তাফা, প্রবাক করীম, মোঃ আজাদ মিয়া, মোঃ কামরুজ্জামান নয়ন, মোঃ ইকবাল হোসেন ভূইয়া, মোঃ আব্দুল হাই, শফিকুল ইসলাম, মোঃ নূরুল কবির তরফদার, মোঃ সাজিদুর রহমান, মোঃ হাবিবুর রহমান সওদাগর, মোহাম্মদ তাহির মিয়া, সরদার হানিফ মোহাম্মদ শোয়েব, শ্যামাপদ চক্রবর্ত্তী, গৌতম দেব, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ফয়েজ উদ্দিন, সৈয়দ মুফাজ্জেল সাদাত মুক্তা, মোঃ মোতাকাব্বির খান আক্কাস, আব্দুল হালীম, মোঃ আবু তাহের, রফিকুল হাসান চৌধুরী তুহিন, মীর সালাহউদ্দিন আহমদ জুনেদ, মোঃ মহিবুর রহমান জুনেল, কামাল উদ্দিন সেলিম, মোঃ শিহাব উদ্দিন চৌধুরী, বিশ^জিৎ কুমার বণিক, মোঃ বশিরুল আলম কাওসার, সজল রায়, মোঃ খালেদুজ্জামান সেলিম, জন্টু কুমার রায়, নিলাদ্রী শেখর টিটু, মৃদুল চন্দ্র রায়, মোঃ আব্দুর ওয়াহেদ, মোঃ মঈন উদ্দিন খান, মোঃ হুমায়ূন খান, পরিমল পাল, মোঃ আব্দুল আওয়াল কদ্দুছ, মাসুদ করিম আখন্জী তাপস, খায়রুল গনি, নিহারেন্দু ও মোঃ  মোসাহিদ হোসেন। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মোঃ এনামুল হক সেলিম ও পরিচালনায় ছিলেন সদস্য সচিব মোঃ সাজিদুর রহমান সাজু।
বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.