হবিগঞ্জ জেলা যুব ইউনিয়নের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠীত
হবিগঞ্জ প্রতিনিধি: বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবিতে আজ শনিবার বাংলাদেশ যুব ইউনিয়ন হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে বিকাল ৪:৩০ মিনিটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুয়েটে ছাত্র হত্যার প্রতিবাদে ও ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব ইউনিয়নের সহ-সভাপতি পিনাক রঞ্জন দেবনাথ, জেলা যুব ইউনিয়নের সাবেক আহ্বায়ক বন্ধু মঙ্গল রায়, জেলা যুব ইউনিয়নের সহ-সভাপতি মৃদুল কান্তি রায়, জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক প্রণব কুমার দেব, মাহাথির মোহাম্মদ, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক লুৎফুন্নাহার মিলি, যুগ্ম-আহ্বায়ক অংকন রায় প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ বলেন ফাহাদ হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি এবং ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.