হবিগঞ্জে হচ্ছে পিসিআর ল্যাব

হবিগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস শনাক্ত করতে হবিগঞ্জে স্থাপন হচ্ছে পিসিআর ল্যাব। জেলা শহরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজে এ ল্যাব স্থাপন হবে। ইতোমধ্যে ৫ জন কর্মীকে পদায়ন করা হয়েছে। সরকারিভাবে মেশিন ক্রয়ের পর তা স্থাপন হবে সহসা।

হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো.আবু জাহির বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে ৫ জন টেকনেশিয়ান নিয়োগ দেয়া হয়েছে। শীঘ্রই একটি পিসিআর মেশিন প্রেরণ করা হবে ঢাকা থেকে। তার পরপরই করোনা পরীক্ষার কাজ শুরু হবে।’

সূত্র জানায়, পিসিআর ল্যাব স্থাপনের জন্য গত ২০ মে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন ল্যাব টেকনেশিয়ান পদায়নের জন্য চিঠি দেন। সে অনুসারে হবিগঞ্জের দুজন ও ঢাকা, সিলেট ও মৌলভীবাজার থেকে তিনজনকে নিযুক্ত করা হয়েছে। এখন মেশিন স্থাপন হলে অন্য সকল কাজ সম্পন্ন হবে।

জানা গেছে, হবিগঞ্জে ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭১ জন। মারা গেছে এক শিশু। প্রায় দেড়মাস ধরে স্থানীয়রা দাবি জানিয়ে আসছিলেন করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের। অবশেষে ল্যাব স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.