হবিগঞ্জে মোদক-ওরিয়েন্টাল ফার্মেসী বন্ধ করে দিয়েছে প্রশাসন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরে করোনা উপসর্গ নিয়ে ব্যবসা করায় মোদক ও ওরিয়েন্টাল ফার্মেসী বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া ওই ফার্মেসীগুলোর মালিক ও কর্মচারীদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

গতকাল সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফিকা হোসেন ও একদল পুলিশ অভিযান চালিয়ে ওই দুই ফার্মেসীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেন। একই সাথে ওই ফার্মেসীর মালিক কর্মচারীসহ ১০ জনকে আইসোলেশনে পাঠানো হয়।

স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, কয়েক দিন ধরে ওই ফার্মেসীর মালিক ও কর্মচারীরা করোনা উপসর্গ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বারবার স্থানীয়রা নিষেধ করার পরও নিষেধ না মেনে তাদের ইচ্ছা মত ব্যবসা করছিলেন। এতে করে অনেক লোকজন করোনা উপসর্গ আশংকা সম্ভবনা রয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানালে ভ্রাম্যমাণ আদালত গতকাল অভিযানের পর এ আদেশ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.