হবিগঞ্জে নতুন আরো ২৬ জন করোনা শনাক্ত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। গত ৭ দিনে হবিগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৭জন নারী-পুরুষ। আর ওই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ২৬ জন।

বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব দেখার পর থেকে এ আক্রান্ত হচ্ছে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল জানান, হবিগঞ্জে নতুন করে আরো ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সংখ্যাও এ যাবৎ কারের মাঝে সর্বোচ্চ।

আক্রান্তদের মধ্যে ১৬ জন হবিগঞ্জ সদর উপজেলার, ১ জন বাহুবল উপজেলার, ৩জন নবীগঞ্জ উপজেলার, ২ জন চুনারুঘাট উপজেলার ও ৪ জন বানিয়াচং উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০১ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭২১ জন।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, করোনায় আ্ক্রান্তের সংখ্যা হবিগঞ্জ জেলায় বেড়েই চলেছে। এ অবস্থায় তিনি প্রত্যেকে নিজেকে সুরক্ষার জন্য লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.