হবিগঞ্জে ডিসি’র সাথে ইউএনও’দের চুক্তি স্বাক্ষর

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ‘এর সাথে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বৃন্দের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) উম্মে ইসরাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসন হবিগঞ্জের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং হবিগঞ্জ জেলার সাংবাদিকবৃন্দ।

এ বছরের কর্মসম্পাদন চুক্তিতে পাহাড়কাটা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে বিশেষ উদ্যোগ, ছাদকৃষি, পতিত জমি চাষের আওতায় আনয়ন, ব্যাপক হারে বৃক্ষ রোপণ কর্মসূচী, শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ, ডিজিটাল ক্লাসরুম স্টুডিও স্থাপন, ভূমি উন্নয়ন কর আদায় ব্যাপক হারে বৃদ্ধিসহ কিছু অনন্য লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.