হবিগঞ্জে জরিমানা করতে গিয়ে উল্টো সাহায্য !

হবিগঞ্জ প্রতিনিধি: হবিঞ্জের লাখাই উপজেলায় সরকারি নির্দেষণা অমান্য করে দোকান পাট খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনায় দু’মিষ্টি দোকান সহ এক চা দোকানিকে সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করেছেন।

আজ রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে স্থানীয় বুল্লা বাজারে ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজিট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এ পরিমাণ জরিমানা আদায় করেন।

এ সময় যাদের মুখে মাস্ক নেই তাদের মুখে মাস্ক পড়িয়ে দেন তিনি। অভিযান কালে চা দোকানি মাসুক মিয়াকে জরিমানার পাশাপাশি তার আর্থিক অবস্থার বিবেচনায় সাহায্য হিসেবে খাদ্য সামগ্রী বিতরণের আশ্বাস দেন।

এ ব্যপারে ইউএনও লুসিকান্ত হাজং বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বুল্লা বাজারে অভিযান পরিচালনা করার সময় মাসুক মিয়ার চায়ের দোকান খোলা রাখার দায়ে জরিমানা আদায় করা হয়। পাশা পাশি তার আর্থিক দূরাবস্থা জানতে পেরে খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.