হবিগঞ্জে ছাত্রদল-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৭৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

নবীগঞ্জ প্রতিনিধি: গত ১ জানুয়ারি সোমবার হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার এসআই কৃষ্ণধন সরকার বাদি হয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসিফুল ইসলাম ইমন’কে প্রধান আসামী করে হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হোসেন অনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন রোকন, ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন ও আল সাইমুম আহাদ সহ ৩৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন।
উল্লেখ্য, গত সোমবার শায়েস্তানগর পইল সড়কে ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করে। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। তখন দোকান পাট ও বাসাবাড়ির লোকজন আতংকে দিকবিদিক ছুটাছুটি করেন। পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে ওসি তদন্ত মুসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মো: আলাল মিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.