হবিগঞ্জে ঈদকে সামনে রেখে জাল টাকা চক্র সক্রিয়! 

প্রতীকী ছবি
হবিগঞ্জ প্রতিনিধি: ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরে জাল টাকা চক্র সক্রিয় হয়ে উঠেছে। সেই সাথে বাড়ছে নারী ছিনতাইকারীর সংখ্যা। গরুর বাজার ও বিভিন্ন শপিং মলে একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে।
শুধু তাই নয় কিছু কিছু ব্যাংক থেকেও অসতর্কতাবশত জাল টাকা পাচ্ছেন গ্রাহকরা। আর একটি সংঘবদ্ধ মহিলা ছিনতাইকারী শহরের বিভিন্ন শপিংয়ে আসা নারীদের কাছ থেকে সুযোগ বুঝেই মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও নগদ টাকা, কৌশলে নিয়ে যায়। অনেক নারীরা হাতেনাতে আটক হলেও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় তারা এসব ধান্ধায় জড়িয়ে পড়ে।
আর এসব নারীরা বেশিরভাগ নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। ওই এলাকার কিছু যুবক বিভিন্ন জাল টাকা হবিগঞ্জ শহরের গরুর বাজারে ছড়িয়ে দিচ্ছে।
বুধবার হবিগঞ্জের ঘাটিয়া বাজার এলাকার শপিং মলে ছিনতাই করতে গিয়ে ধরমন্ডল গ্রামের রুবিনা ও জাহেরা খাতুন নামের দুই নারী আটক হয়। তাদেরকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.