হবিগঞ্জে অভিযানে ১৫৪ কেজি গাঁজা উদ্ধার

 

সিলেট ব্যুরো:  হবিগঞ্জের মাধবপুর থেকে ১৫৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  আজ সোমবার ভোর রাতে ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গাজা উদ্ধার করা হয়।

বিটিসি নিউজ ব্যুরো প্রধানকে ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাহিদুর রশিদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার ছায়েদুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে ১৫৪ কেজি গাঁজা উদ্ধার করে।

এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।

বিজিবির অভিযান টের পেয়ে মাদক পাচারকারীরা আগেই পালিয়ে যায় বলে বিটিসি নিউজকে জানান ওই কর্মকর্তা।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.