হঠাৎ বেড়েছে মৃত্যু-আক্রান্ত : ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৪৬

বিটিসি নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৬ জন মারা গেছেন। বাংলাদেশে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৪০ জনে। নতুন করে আরও ৩ হাজার ২০০ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লক্ষ ৮২ হাজার ৩৪৪ জনে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৯১টি ল্যাবে  গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৩০টি।

এ নিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১৩ লক্ষ ৭৮ হাজার ৮১৯টি।

একদিনে আরও সুস্থ্য হয়েছেন ৩ হাজার ২৩৪ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬২ হাজার ৮২৫ জন।

সরকারের দেয়া তথ্য, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৮৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪৮ শতাংশ। এছাড়াও দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.