হটলাইনে ফোন করে বাড়িতে পণ্য সরবরাহ

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় সিংড়া পৌরসভা করোনায় মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করার লক্ষে বাড়িতে বসে পণ্য সরবরাহ সার্ভিস চালু করেছে। সিংড়া পৌরসভার পরিবেশ বান্ধব চলো পরিবহণের মাধ্যমে গতকাল সোমবার বিকেলে সার্ভিসটি চালু করা হয়।

সন্ধ্যা হতে হটলাইন ০১৭০৭-০০১১২২ এ ফোন করেন এক বাসিন্দা। পরক্ষণে বাড়িতে পণ্য পৌছে দেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফোরদৌস।

গত বুধবার ১ নং ওয়ার্ডের বাসিন্দা আমেনা খাতুন নামে এক গৃহবধুর ফোন আসে হটলাইনে পরে তাঁর চাহিদা মোতাবেক পণ্য ক্রয় করে রশিদসহ পণ্য বুঝিয়ে দেন পৌর মেয়র। কোনো সার্ভিস চার্জ ছাড়াই বাড়িতে পণ্য পৌছে দেয়া হচ্ছে সেচ্ছাশ্রমের ভিত্তিতে। চলো পরিবহণ সার্ভিস নিশ্চিত করা হচ্ছে।

এবিষয়ে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, করোনা মোকাবিলায় সরকার সবাইকে নিয়ে কাজ করছে। বিশেষ করে সবাইকে ঘরে নিরাপদে থাকার আহবান জানিয়েছে। আমরা নাগরিকদের সুবিধার্তে এ সার্ভিস চালু করেছি, যাতে তারা ঘরে থাকতে উদ্বুদ্ধ হয়।

উল্লেখ্য, গত বছরের ২৯ নভেম্বরে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি চলো পরিবহণ সার্ভিস হিসেবে ১০টি ই -রিকসা ও ২ টি এ্যাম্বুলেন্স উদ্বোধন করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.