হংকংয়ে আবারও শুরু ধরপাকড়

(হংকংয়ে আবারও শুরু ধরপাকড়–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনের আরোপ করা বিতর্কিত নিরাপত্তা আইনে হংকংয়ে আবারও শুরু হয়েছে ধরপাকড়। আজ সোমবার (০১ মার্চ) তাদের আদালতে তোলার কথা রয়েছে।
গতকাল রবিবার (২৮ ফেব্রুয়ারী) অন্তত ৪৭ জন গণতন্ত্রপন্থির বিরুদ্ধে এ আইনে অভিযোগ আনা হয়। বিতর্কিত এ আইন প্রয়োগের পর এবারই সবচেয়ে বেশী ব্যক্তিকে আটক করা হয়েছে।

এর আগে গত মাসে নিরাপত্তা আইনের আওতায় অন্তত ৫৫ জনকে আটক করা হয়। এদিকে চীনের বিতর্কিত এ আইনে হংকংয়ের গণতন্ত্রপন্থিদের আটকের তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.