BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হংকংয়ে প্রস্তুতির জন্য ‘বাজে মাঠ’ পেয়েছেন হামজা-সোহেলরা

হংকংয়ে প্রস্তুতির জন্য ‘বাজে মাঠ’ পেয়েছেন হামজা-সোহেলরা

বিটিসি স্পোর্টস ডেস্ক: হংকং চায়নায় গিয়ে অন্যরকম প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। প্রস্তুতির জন্য যে মাঠ পেয়েছে তারা, এর মান একেবারেই ভালো নয়। হোটেল থেকে মাঠে যাওয়ার দূরত্বও অনেক বেশি। ম্যাচের আগে হামজা-জামালদের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াই এভাবেই শুরু করে দিয়েছে স্বাগতিকরা।

মিডফিল্ডার সোহেল রানা অবশ্য জানালেন, অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও টলছে না তাদের ইতিবাচক মানসিকতা।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মঙ্গলবার হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম লেগে ৭ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৪-৩ ব্যবধানে হারের দুঃস্বপ্ন এখনও সঙ্গী হামজা-শোমিতদের। বাছাই উতরানোর আশার পালে হাওয়া দিতে ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে জয় বড্ড প্রয়োজন বাংলাদেশের।

এ উপলক্ষে রোববার হংকংয়ের তিসিং ই স্পোর্টস গ্রাউন্ডে দল নিয়ে প্রস্তুতি সেরেছেন হাভিয়ের কাবরেরা। লম্বা ভ্রমণ ক্লান্তি দূর করার জন্য রিকভারিতে দিয়েছেন বাড়তি মনোযোগ। তবে মাঠের প্রস্তুতি নিতে গিয়ে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে দলকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো বার্তায় সোহেল অবশ্য জানিয়েছেন, এমন কিছুর মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিয়েই তারা পা ফেলেছেন হংকংয়ে।

“এই বিষয়গুলোর মুখোমুখি যে আমাদের হতে হবে, সেই মানসিকতা নিয়েই আমরা এসেছি। কাল আমাদের অনুশীলনের জন্য যে মাঠ দিয়েছিল, হোটেল থেকে প্রায় এক ঘণ্টার বেশি সময় লেগেছিল সেখানে যেতে। আর মাঠের কথা কী বলব, খুব বাজে মাঠ ছিল।”

“এটার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে, ওরা আমাদের সাথে এটা করবে। আজকেও একই মাঠ দিয়েছে। যে মাঠে ট্রেনিং করছি, একই অবস্থা। অবশ্য আমরা এই বিষয়গুলো খেলার সাথে গুলিয়ে ফেলতে চাচ্ছি না। ওরা মাঠের বাইরে আমাদের সাথে যা কিছুই করুক…আমরা সে প্রস্তুতি নিয়েই এসেছি।”

“বাংলাদেশে ম্যাচ খেলার পর আমাদের আসলে এখানে এসে রিকভারি সেশন হেচ্ছে। আমাদের লক্ষ্য এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। পরের ম্যাচ আমরা কিভাবে খেলব, আগের ম্যাচের ভুলগুলোর পুনরাবৃত্তি যেন না হয়, এগুলো নিয়ে কাজ করছি, এদিকেই আমাদের মনোযাগ। দেশে আমরা হংকংয়ের সাথে যে ম্যাচ খেলেছি, আমাদের আত্মবিশ্বাস আছে আমরা ওদের হারাতে পারব। ইনশাল্লাহ, আমরা ম্যাচটা জিততে চাই।”

“ওদের হোমে ম্যাচ, ওরা সুবিধা নিতেই চাইবে। এটা আমরা পেশাদারভাবে নিব। ওরা আমাদের অনুশীলনের জন্য ভালো মাঠ দিচ্ছে না, অনেক দূরের মাঠ দিচ্ছে- এগুলো আসলে আমরা ওভাবে নিচ্ছি না; আমরা খেলোয়াড়, আমরা এগুলো ইতিবাচকভাবে নিচ্ছি।” #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাব যুব গ্রপের উদ্যোগে“ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০২৯” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভোক্তাদের সংগঠিত ও সচেতন হওয়া ছাড়া ভোক্তা অধিকার সুরক্ষার কোন বিকল্প নাই
ব্রেকিং নিউজ
কোর্তোয়ার মহাকাব্যিক লড়াইও রক্ষা করতে পারল না রিয়ালকে বকশীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ রাজশাহী ১- বিজিবি কর্তৃক মদ ও কিটনাশক আটক র‌্যাব-৫ রাজশাহী কর্তৃক এজাহারভুক্ত পলাতক আসামি আটক-১ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাব যুব গ্রপের উদ্যোগে“ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০২৯” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভোক্তাদের সংগঠিত ও সচেতন হওয়া ছাড়া ভোক্তা অধিকার সুরক্ষার কোন বিকল্প নাই Rajshahi Workshop Urges Accessible, Inclusive Digital Services for Persons with Disabilities জুতা মেরে গরু দান: লাঞ্চিত হয়েও ফুলের মালা নিয়ে স্বপদে ফিরলেন প্রধান শিক্ষক পতিত আওয়ামী লীগ সরকার চৌদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে : মিলন মেসিকে সেরা বলে বিনয়ী হতে চাই না : রোনালদো নাইটহুড গ্রহণ করলেন ডেভিড বেকহ্যাম