হংকংয়ে আর্সেনালকে হারিয়ে দিলো টটেনহ্যাম

বিটিসি স্পোর্টস ডেস্ক: ৪৫ গজ দূর থেকে নেয়া একটি শট। সোজা গোলরক্ষক ডেভিড রায়ার মাথার ওপর দিয়ে গিয়ে আশ্রয় নিলো আর্সেনালের জালে। অবিশ্বাস্য এ গোলটি করলেন টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার প্যাপে মাতার সার। সেনেগালের এই ফুটবলার টটেনহ্যামে খেলছেন ২০২১ সাল থেকে। মাঝে এক মৌসুম লোনে ফরাসি ক্লাব মেটজে খেলেছিলেন।
মাঝমাঠে প্রতিপক্ষের জন্য দারুণ সমস্যা তৈরি করতে পারেন তিনি। আজও যেমন হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ক্লাব প্রীতি ফুটবল ম্যাচে আর্সেনাল (arsenal) গোলরক্ষক ডেভিড রায়া ডি-ব্ক্স ছেড়ে সামনে এগিয়ে এসে একটি বল বাড়িয়ে দেন মাইলেস লুইস স্কেলিকে।
কিন্তু ঠিক মধ্যমাঠে তার কাছ থেকে বলটা কেড়ে নেন রিচার্লিসন। তার কাছ থেকে বলের নিয়ন্ত্রন নেন মাতার সার। তিনি দেখলেন গোলরক্ষক তখনও অনেক সামনে, পেছনে কেউ নেই। এই সুযোগে উঁচু করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লম্বা একটি শট নেন সার। সেটিই ডেভিড রায়ার মাথার ওপর দিয়ে গিয়ে জড়িয়ে যায় আর্সেনালের জালে।
সে সঙ্গে এই একটি গোলই হংকংয়ে অনুষ্ঠিত ক্লাব প্রীতি ম্যাচে হয়ে ওঠে জয় পরাজয় নির্ধারক। ১-০ গোলে আর্সেনালকে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার (tottenham)। এই প্রথম উত্তর লন্ডন ডার্বির (arsenal vs tottenham) একটি ম্যাচ অনুষ্ঠিত হলো ইংল্যান্ডের বাইরে।
এশিয়া সফরে সিঙ্গাপুরে এর আগে এসি মিলান ও নিউ ক্যাসলকে হারিয়ে হংকং গেলো আর্সেনাল; কিন্তু সেখানে প্যাপে মাতার সারের অবিশ্বাস্য গোলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা। মাতার সার যখন ৪৫ দূর থেকে গোলটি করেন, তখন সেটা দেখে খোদ বিস্ময়ে অভিভূত হতে দেখা যায় টটেনহ্যামের কোচ থমান ফ্রাঙ্ক। গত মৌসুম শেষে অ্যাঙ্গে পোস্তেকগলু পদত্যাগ করার পর দায়িত্ব নেন ফ্রাঙ্ক।
টটেনহ্যামে এসেই তিনি সেট পিসে জোর দেন। আলাদা করে সেট পিচ কোচ নিয়োগ দেন। যার ফলে পেলেন মাতার সারের এই দূর্দান্ত গোলটি থেকে। যদিও সেটি সেট পিচ থেকে ছিল না। তবে, সেট পিচের চেয়েও কম নয় এই গোলের গুরুত্ব।
এই ম্যাচে অবশ্য আর্সেনাল আরও তিনটি গোল হজম করতে পারতো। কারণ প্রথমার্ধেই টটেনহ্যামের অন্তত তিনটি শট গানারদের পোস্টে লেগে ফিরে আসে। একটি কর্নার কিকের শট অবিশ্বাস্যভাবে কারো স্পর্শছাড়ায় জালে প্রবেশ করার আগে পোস্টে লেগে ফিরে যায়। রিচার্লিসন বলটি পেয়েও পরে আর আর্সেনালের জালে প্রবেশ করাতে পারেননি।
শেষ পর্যন্ত আসল কাজটি করে দেন সেনেগালের মিডফিল্ডার প্যাপে মাতার সার। এই ম্যাচের আগে তিনটি ক্লাব প্রীতি ম্যাচ খেলে ১টিতে জয় এবং ২টিতে ড্র করেছে টটেনহ্যাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.