সড়ক-মহাসড়কের বেহাল দশা মৌলভীবাজারে

 

মৌলভীবাজার প্রতিনিধি: সম্প্রতি বন্যায় মৌলভীবাজার-কুলাউড়া, চাতলা-শেরপুর আঞ্চলিক মহাসড়কসহ চার উপজেলায় বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। ভেঙ্গে পড়েছে জেলার অভ্যান্তরীণ যোগাযোগ ব্যবস্থা। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। পানি নেমে গেলেও সড়ক সংস্কার শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।

বন্যায় ভেঙেছে এলজিইডির ২০০ কিলোমিটার সড়ক আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০০ কিলোমিটার। আগামী মাসে মেরামত শুরুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে সড়ক বিভাগ বলছে, হাওরে ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন করে বন্যার ক্ষতি সামাল দিতে হয়েছে। সড়ক বিভাগ জানিয়েছেন প্রায় ১২০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মৌলভীবাজারে বন্যায় এবার।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.