সড়ক দূর্ঘটনায় আরএমপি’র বেলপুকুর থানার এক কনস্টবল নিহত
আরএমপি প্রতিবেদক: আজ ইং-০৯/১১/২০২০ তারিখ বেলা অনুমান ১০.১৫ ঘটিকায় মতিহার থানাধীন ১৪ পায় বাইপাস রোডের মোহনপুর ব্রিজ সংলগ্ন চকপাড়া মোড় পাকা রাস্তার উপর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর বেলপুকুর থানায় কর্মরত কং/১০৯০ মোঃ মোয়াজ্জেম হোসেন (৫০), পিতা-মৃত আজাহার আলী, সাং-ধুলউড়ি, থানা-ধুনট, জেলা-বগুড়াকে বিপরীত পার্শ্ব হতে আসা অজ্ঞাতনামা বালুর ট্রাক বেপরোয়া ও দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি গুরুত্বর আহত হন।
পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মতিহার থানায় অজ্ঞাতনামা ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কং/১০৯০ মোঃ মোয়াজ্জেম হোসেন (৫০) এর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.