ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ফুটবলার সোহেল রানা আহত, স্ত্রী-পুত্র নিহত
ঢাকা প্রতিনিধি: আজ শনিবার মানিকগঞ্জে নিজ বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে দুপুরে সাভারের নবীনগর এলাকায় ফুটবলার সোহেলের মোটরসাইকেলকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন তার স্ত্রী আফরিন ও শিশুপুত্র আফরান। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন সোহেল রানা।
গত ২০ নভেম্বর ফেডারেশন কাপের সেমিফাইনালের পর খেলোয়াড়দের তিন দিনের ছুটি দিয়েছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্র। সেই ছুটিতেই স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন সোহেল রানা। আজ শনিবার বিকেল থেকে শেখ রাসেলের অনুশীলন শুরু হওয়ার কথা। ক্যাম্পে যোগ দিতেই তিনি ঢাকায় ফিরছিলেন।
মাঝ মাঠের কুশলী ফুটবলার সোহেল রানা বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করেন ফেনী সকার ক্লাবের মাধ্যমে। এরপর মোহামেডান, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী হয়ে এবার যোগ দিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রে।
সোহেল রানা জাতীয় দলে না খেললেও প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছিলেন কয়েক বছর আগে। তিনি জাতীয় অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের হয়ে খেলেছেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.