সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টায় পিতা আটক

চট্টগ্রাম ব্যুরো: রাঙ্গামাটির লংগদু উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে পিতাকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আটক আল আমীন (৩৫) উপজেলার পশ্চিম ভাইট্টাপাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, যৌন নির্যাতনের শিকার শিশুটি আল আমীনের ২য় স্ত্রী হাজেরা বেগমের আগের সংসারের মেয়ে। সম্পর্কে শিশুটি আল আমীনের সৎ মেয়ে। শিশুটি স্থানীয় বিদ্যালয় হতে সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে।

গতকাল বুধবার দুপুরে শিশুটির মা ঘরে না থাকার সুযোগে আল আমীন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার করলে আল আমীন পালিয়ে যায়। পরে গ্রামবাসী আল আমীনকে ধরে এনে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয়রা আরও জানায়, আল আমীনের ১ম স্ত্রী ও তিন সন্তান থাকার পরও ৭ সন্তানের জননী হাজেরা বেগমকে বিয়ে করে। হাজেরা বেগম আগের সংসারের পাঁচ সন্তানকে রেখে দুই কণ্যা শিশুকে নিয়ে আল আমীনকে বিয়ে করেন। নির্যাতনের শিকার শিশুটির বড় বোনকেও আল আমীন যৌন হয়রানী করতো তাই সে মায়ের সংসার ছেড়ে মামার বাড়িতে আশ্রয় নেয়।

এ বিষয়ে লংগদু থানার উপপরিদর্শক (এসআই) মনসুর মিয়া বিটিসি নিউজকে বলেন, ‘এলাকাবাসী আল আমীনকে আটক করে পুলিশকে খবর দিলে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি। নির্যাতনের শিকার শিশুটিও ঘটনা সম্পর্কে বিবরণ দেয়। এ ঘটনায় শিশুটির ভাই মো. হান্নান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।’

তিনি বলেন,‘আমরা অভিযোগ আমলে নিয়ে ধর্ষণ চেষ্টার ধারায় মামলা রুজু করেছি। আসামীকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।’#

Comments are closed, but trackbacks and pingbacks are open.