স্লোভেনিয়া করোনায় আক্রান্তের রেকর্ড

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: স্লোভেনিয়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫ হাজার ১৬৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ওমিক্রনের প্রভাবে দেশটিতে শনাক্তের হার ঊর্ধ্বমুখী।
অন্যদিকে গত এক সপ্তাহে স্লোভেনিয়া ৫২ শতাংশ শনাক্ত বেড়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির ন্যাশনাল ইন্সিটিউট ফর পাবলিম হেল্থ জানিয়েছে,  দেশটির ৬৭.৩ শতাংশ মানুষ মহামারি করোনাভাইরাসের দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। দেশটিতে করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন দাপিয়ে বেড়াচ্ছে।
ক্রমাগত রোগী বেড়ে যাওয়ায় বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যে ব্যাপক চাপে রয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের হিসাব বলছে, করোনায় আক্রান্ত হয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে এক লাখ ৩২ হাজার ৬৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বছরের জানুয়ারিতে এক লাখ ৩২ হাজার ৫১ জনকে মহামারিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। ডিসেম্বরের শেষ দিক থেকেই হাসপাতালে ভর্তির সংখ্যা স্থিতিশীলভাবে বাড়ছে। গেল তিন সপ্তাহে তা তিনগুণে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে ডেল্টা ধরনকে ছাড়িয়ে এখন ওমিক্রনের প্রকোপ আতঙ্কজনকহারে ছড়িয়ে পড়ছে।
সম্প্রতি ডেলওয়্যার, ইলিনয়, মেইন, ম্যারিল্যান্ড, মিসৌরি, ওহাইয়ো, পেনসিলভানিয়া, পুয়ের্তোরিকো, দ্য ইউএস ভার্জিন আইল্যান্ডস, ভেরমন্ট, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি ও উইসকনসিনের হাসপাতালে করোনা রোগীর ভর্তির সংখ্যা রেকর্ড গড়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.