স্লোভেনিয়া ম্যাচ পর্তুগালের জন্য সমালোচনার জবাব দেওয়ার উপলক্ষ

বিটিসি স্পোর্টস ডেস্ক: যদিও অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামা, কিন্তু জর্জিয়ার বিপক্ষে হার পর্তুগালের সম্ভাবনা নিয়ে জন্ম দিয়েছে অনেক প্রশ্নের। নকআউট পর্বে স্লোভেনিয়া ম্যাচে তাই ‘চাপ’ থাকবে রোনালদো-ফের্নান্দেসদের ওপর। রবের্তো মার্তিনেসের দলকে নতুন করে প্রমাণ দিতে হবে সামর্থ্যের; দেখাতে হবে দারুণ গতিতে ছুটে চলার সব রসদ মজুদ আছে তার তাঁবুতে।
ফ্রাঙ্কফুর্টে সোমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও স্লোভেনিয়া। এ ম্যাচের আগে ঘুরেফিরে আসছে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে জর্জিয়ার কাছে পর্তুগিজদের ২-০ গোলে হারের তেতো অতীত।
প্রথম দুই ম্যাচের জয়ে নকআউট পর্বের টিকেট নিশ্চিত হয়ে যাওয়ায় জর্জিয়ার বিপক্ষে শেষ ম্যাচে নিয়মিত অনেককে বিশ্রাম দিয়ে বাকিদের খেলার সুযোগ দিয়েছিলেন মার্তিনেস। কিন্তু ২-০ গোলের হারের পর আকাশচুম্বি প্রত্যাশা নিয়ে আসা পর্তুগালকে নিয়ে শুরু হয়ে গেছে কাঁটাছেঁড়া। টুর্নামেন্ট শুরুর আগে যাদের ফেভারিট দলের একটি ধরা হচ্ছিল, এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, আদৌ তারা শিরোপার দাবিদার কিনা!
প্রশ্ন ওঠার কারণ অবশ্য আছে। জর্জিয়ার বিপক্ষে ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে খেললেও শুরু থেকে মাঠে ছিলেন মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো; যার ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার সামর্থ্য নিয়ে সংশয় নেই কারো। কিন্তু পাঁচ ডিফেন্ডার নিয়ে ব্যাক লাইন সাজানো জর্জিয়ার রক্ষণে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি তিনি। এমনকি চলতি আসরে এখনও ব্যক্তিগত গোলের খাতা খুলতে পারেননি আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।
জর্জিয়ার মতো পাঁচ জনের ব্যাক লাইন নিয়ে স্লোভেনিয়াও কষতে পারে পর্তুগাল ম্যাচের ছক। পাল্টা আক্রমণে তছনচ করে দিতে চাইতে পারে ২০১৬ সালের চ্যাম্পিয়নদের। তাছাড়া গত মার্চেই পর্তুগালকে হারানোর দারুণ অভিজ্ঞতাও এ ম্যাচে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে স্লোভেনিয়ার জন্য।
ওই প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতে মার্তিনেসের কোচিংয়ে দুর্বার গতিতে ছুটে চলা পর্তুগালের ১২ ম্যাচের অজেয় যাত্রা থামিয়েছিল তারা।
লিউবলিয়ানায় ওই প্রীতি ম্যাচে ৭৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল পর্তুগালের, কিন্তু স্লোভেনিয়ার ব্যাক লাইনে চিড় ধরানোর উপায় খুঁজে পায়নি তারা। আসছে ম্যাচে তাই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে পর্তুগালের সামনে; ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে আসা রোনালদোর সামনেও। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.