স্লিপিং পিল 

সুপম রায় (সবুজ বাসিন্দা): (কলকাতা):
জেগে থাকলেই দুঃশ্চিন্তা বাড়ে আমাদের,
ঘুমিয়ে থাকলে সমস্ত কিছু স্বাভাবিক রোজকার মতন।
সেখানে কেউ আক্রান্তকারী নেই,
মৃত্যু নেই, হাসপাতাল রোগী নেই, শববাহী গাড়ি নেই,
শ্মশানযাত্রী নেই।
স্বাভাবিক সমস্ত কিছুই।
আমরা বন্ধুদের কাঁধে হাত রেখে কমন রুমে যাই,
প্রেমিকার বুকে হাত রেখে 
            ঠোঁটে ঠোঁট আটকে রাখি অনেকক্ষণ,
আঘাত পেলেই ভিড় করি মদের দোকানের সারিতে।
আমরা বিদ্রোহ করি,
           বাইক ছোটাই দুরন্ত গতিতে,
                       পরোয়া করি না কারোর।
তবু ঘুম ভাঙলেই 
         যখন পরের দিনের লকডাউন শুরু হয় 
আমরা আবার দুঃশ্চিন্তার মুখোমুখি হই।
আমাদের চিন্তা করতে হয় তখন ভাত এবং জীবনের।
আমাদের স্লিপিং-পিল দাও……………..#

Comments are closed, but trackbacks and pingbacks are open.