স্যাটেলাইট উৎক্ষেপণ উদযাপনে রাজশাহীতে আতশবাজি

নিজস্ব প্রতিবেদক: মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ উদযাপন উপলক্ষে রাজশাহীতে আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত আটটায় জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহী কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্যাটেলাইট পাঠিয়ে মহাকাশে বাংলাদেশের নাম লেখানোর ইতিহাস উদযাপনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ জয়োৎসব করা হয়।

রাত আটটায় শুরু হওয়া এই আতবাজি উৎসব বিরতিহীনভাবে সাড়ে ৮টা পর্যন্ত চলে। এসময় আশপাশের এলাকা আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে। কলেজ মাঠে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। আতশবাজি শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে নগরীতে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খারুজ্জামান লিটন, সিনিয়র সহসভাপতি শাহীন আক্তার রেনী, সংরক্ষিত মহিলা আসনের এমপি আক্তার জাহান, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.