স্মৃতি এমপির চেষ্টায় হাজির ঘাট-ঈশির ঘাট-মৎম্য নদীর উপর ব্রীজ নির্মাণ হতে যাচ্ছে

গাইবান্ধা প্রতিনিধি: পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবী হাজির ঘাট, ঈশির ঘাট ও মৎস্য নদীর উপর ব্রিজ নির্মাণের জন্য বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাইবান্ধা-৩ (পলাশবাড়ী- সাদুল্ল্যাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাড, উম্মে কুলসুম স্মৃতি ডিও লেটার দিয়েছেন।
তিনি এবিষয়ে জাতীয় সংসদের বক্তৃতায় দাবিগুলো জোরালো ভাবে উত্থাপন করেছেন। কিশোরগাড়ি ইউনিয়নে বর্তমান অর্থ বছরে এমপির থোক বরাদ্দ থেকে উপজেলা এলজিইডির 1.65 কিলোমিটার রাস্তা পাকাকরণ হচ্ছে।
এছাড়া উপজেলার ৮ টি ইউনিয়নে কৃষকদের বিশ্রাম নেয়ার জন্য এবং রোদ, বৃষ্টি থেকে রক্ষা পেতে অ্যাড, স্মৃতি এমপির চেষ্টায় ১৯ টি হাওয়া খানা বা কৃষক বিশ্রামাগার তৈরি করা হয়েছে। যার প্রতিটির বরাদ্দ ৬০ হাজার টাকা করে পিআইও অফিস সূত্রে জানা যায়।
এছাড়াও এমপি বহু উন্নয়ন কাজ হাতে নিয়েছেন। এসব উন্নয়নমূলক কাজ কোনটি চলমান রয়েছে আবার কোনটি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.