BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্মিতা পাটিলের বায়োপিকে চিত্রাঙ্গদা, যা বললেন অভিনেত্রী

স্মিতা পাটিলের বায়োপিকে চিত্রাঙ্গদা, যা বললেন অভিনেত্রী

বিটিসি বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং কম কাজ করেন, কিন্তু বেছে বেছে করেন— এমনই নীতিতে চলেন তিনি। অভিনেত্রীর ক্যারিয়ারে চোখ রাখলেই সেটি বোঝা যায়।

‘ব্যাটেল অব গালওয়ান’ সিনেমায় ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের বিপরীতে অভিনয় করে নিজেকে আরও একবার পরিচিতি এনে দেন চিত্রাঙ্গদা সিং। তাকে নিয়ে এ মুহূর্তে চর্চা তুঙ্গে।

জানা গেছে, স্মিতা পাটিলের বায়োপিকের জন্য নাকি চিত্রাঙ্গদাকেই বেছে নেওয়া হয়েছে। আসলেই কি তাই?

স্মিতা পাটিলের মুখের সঙ্গে তার মুখের আদলে বেশ মিল রয়েছে। অনেকেই নাকি এমন কথা বলেন তাকে। এ বিষয়ে চিত্রাঙ্গদা বলেন, একবার নাকি স্মিতা পাটিলের পুত্র প্রতীক ভুল করে মাতৃদিবসে তার ছবি পোস্ট করে দিয়েছিলেন।

তিনি বলেন, আমি পর্দায় স্মিতাজির চরিত্রে অভিনয় করতে চাই। কারণ বহু মানুষ আমাকে বলেন যে, আমার নাকি স্মিতাজির মুখের সঙ্গে মিল রয়েছে। এমনকি তার ছেলে প্রতীকও আমাকে এটি বলেছে।

তিনি বলেন, আসলে প্রতীক একবার ভুল করে মাদার্স ডে-তে আমার ছবি পোস্ট করেছিল।

ভেবেছিল ওটা স্মিতাজির ছবি। কেউ একজন আমাকে ছবিটি পাঠিয়ে বলেছিল— আমার মনে হয় না এটা স্মিতাজির ছবি—এটা তো আপনার ছবি, তাই না? সেটি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ