স্বাস্থ্য কমপ্লেক্সে কে বা কারা রেখে পালিয়েছে? বাগমারায় অজ্ঞাত এক বৃদ্ধার সন্ধান মিলেনি


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক বৃদ্ধাকে কে বা কারা রেখে পালিয়েছে। অজ্ঞাত ওই বৃদ্ধার পরিচয় সন্ধ্যা পর্যন্ত মিলেনি। মুমূর্ষ ওই বৃদ্ধা শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের মসজিদের পাশে অজ্ঞান অবস্থায় পড়ে ছিল।
শনিবার সকালে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানীর নজরে আসলে ওই বৃদ্ধাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেবা দেয়া হয়। বৃদ্ধার অবস্থা খুবই খারাপ। তার শরীররে বিভিন্ন অংশে পোকা ধরেছে। তিনি নিজে কোন কিছুই বলতে পারছেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রাব্বানীর বিটিসি নিউজকে জানান, অজ্ঞাত বৃদ্ধার কোন পরিচয় মিলছে না। তার অবস্থা খুবই খারাপ। তাকে উন্নত চিকিৎিসা দেয়ার প্রয়োজনে জেলা সদর হাসপাতালে পাঠানো জরুরী।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামকে অবহিত করা হয়েছে। এছাড়া বিষয়টি স্থানীয় সাংবাদিকদের প্রচার-প্রচারণার জন্য অনুরোধ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.