স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য কোভিড-১৯ বিষয়ক প্রশিক্ষণ সনদ লাভ করলেন ফখরুল

হবিগঞ্জ প্রতিনিধি: কোভিড-১৯ সংকটের মধ্যে নাগরিকদের অবহিত এবং নিরাপদ রাখার জন্য প্রশিক্ষণ কোর্স  ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়৷উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন ড. কনক কান্তি বড়ুয়া, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
প্রধান অতিথি’র বক্তব্য বলেন- এই কোর্সটি কোভিড-১৯ রোগীদের চিকিৎসা করার সময় যেসব সতর্কতার বিষয় মাথায় রাখা প্রয়োজন সে সম্পর্কে জানতে চিকিৎসকদের সহায়তা করবে।
এছাড়া সারাদেশের চিকিৎসকদের এই কর্মব্যস্ততার সময়ে ভার্চুয়াল প্ল্যাটফমর্টির মাধ্যমে নিজেদের সুবিধামত সময়ে অবাধে  কোর্সে অংশগ্রহণ করাও সহজতর করবে।
স্বাস্থ্য অধিদপ্তর, চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা কমিউনিটির প্রতিনিধিবৃন্দের কাছ থেকে হবিগঞ্জ জেলায় প্রথম স্থান অর্জন করে  সনদ লাভ করেন ডাঃফখরুল ইসলাম চৌধুরী ইকবাল। সনদ বিতরণের মাধ্যমে উক্ত অনুষ্টানি সমাপ্তি হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.