স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও সেই প্রকল্পের সুবিধা না দিলে এবার নার্সিংহোমের লাইসেন্স বাতিল

(স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও সেই প্রকল্পের সুবিধা না দিলে এবার নার্সিংহোমের লাইসেন্স বাতিল)
কলকাতা প্রতিনিধি: স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে হাসপাতালগুলির উদ্দেশে এবার খোলামঞ্চ থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও সেই প্রকল্পের সুবিধা না দিলে এবার নার্সিংহোমের লাইসেন্স বাতিল করে দেওয়া হতে পারে বলে জানান ৷
ভোটদামামার মাঝেই শুধু সরকারী কর্মচারী নয়, গোটা রাজ্যের মানুষের জন্যই স্বাস্থ্যসাথী প্রকল্পের দ্বার খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
তাঁর ঘোষণা মতোই রাজ্য সরকারের এই স্বাস্থ্যপ্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত মানুষকে আনার কাজ চলছে ৷ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড থাকলেও অনেক হাসপাতাল সেই কার্ড গ্রহণ করছে না ৷
সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই এর আগে রাজ্যের মুখ্যসচিব রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালকে স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা বলেছিলেন ৷
কিন্তু তাতেও সমস্যার সমাধান না হওয়ায় এবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি ৷ এর পরিপ্রেক্ষিতে এদিন রাণাঘাটের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘অনেক বড় বড় হাসপাতাল কখনও কখনও বলে, আমরা স্বাস্থ্যসাথী করব না।
আমরা তাঁদের সঙ্গে মিটিং করে বলব, এই প্রকল্প করতেই হবে। শুধু বড় হাসপাতাল নয়, পাড়ার ছোট ছোট নার্সিংহোম, জেলার ছোট ছোট নার্সিংহোমগুলোকেও স্বাস্থ্যসাথী কার্ড নিতে হবে ৷
নইলে নার্সিংহোমের লাইসেন্স কিন্তু আমাদের হাতে ৷ যদি কেউ চিকিৎসা না দেয়, সরকারের হাতে কিন্তু লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে।’কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প নিয়েও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বলেন, ‘কেন্দ্রের প্রকল্পে ৬০ কেন্দ্র ও ৪০ রাজ্যকে দিতে হয় ৷ আমাদের স্বাস্থ্যসাথীতে ১০০ টাকাই আমরা দিই ৷ এতে ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন ৷
‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প এনেছি দু’বছর আগেই ৷ এখন ওরা চায় আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ন করতে ৷ ’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.