স্বাস্থ্যবিধি মেনে বইমেলা চলবে বইমেলা

বিশেষ প্রতিনিধি: করোনার প্রকোপ নতুন করে বৃদ্ধির কারণে বইমেলা বন্ধ হবে কি না এ নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। এ প্রসঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়ে দিলেন, বইমেলা বন্ধ হবে না।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত বইমেলা স্বাস্থ্যবিধি মেনে ঠিকঠাক চলছে। একেবারে দেওয়ালে পিঠ ঠেকে না গেলে চেষ্টা করব বইমেলা ধরে রাখতে। আমার প্রত্যাশা বইমেলা শেষ পর্যন্ত চলবে।
যারা বইয়ের মূলপ্রেমিক তারাই আসছেন বইমেলায়। কয়েক দিন ধরে বিক্রিও বেড়েছে মেলায়। মেলা জমজমাট। বইমেলা বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে সেভাবেই মেলা চলবে।
এদিকে, গত মঙ্গলবার বইমেলা চলবে কি চলবে না এ নিয়ে বাংলা একাডেমির পরিচালকরা মহাপরিচালকের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে বইমেলা চালানো উচিত হবে কি হবে না এ নিয়ে বিভিন্ন পরিচালক মতামত দেন।
এদিকে, আগাম কোনো ঘোষণা ও প্রকাশকদের সঙ্গে আলোচনা ছাড়াই বইমেলার সময় এক ঘণ্টা কমিয়ে দিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.