স্বাস্থ্যবিধি মেনে টি-টোয়েন্টি লিগ দিয়ে ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় তলানিতে নেমে এসেছে করোনা আক্রান্ত আর মৃতের সংখ্যাও। অনেকটা স্বাভাবিক হয়েছে অস্ট্রেলিয়ার পরিস্থিতি। সব যখন স্বাভাবিক হতে চলছে তখন ক্রিকেটও স্বাভাবিক গতিতে ফিরতে যাচ্ছে।

ফলে আগামীকাল শনিবার (০৬ জুন) থেকে দেশটির উত্তরাঞ্চল ডারউইনে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি লিগ। এই ডারউইনে সব শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে ছিল ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে।

টপ অ্যান্ড টি-টোয়েন্টি নামের এই লিগে অংশ নিচ্ছে আটটি দল যেখানে ডারউইন প্রিমিয়ার গ্রেড থেকে খেলবে ৭টি দল আর বাকি একটি দল এশিয়ান বংশোদ্ভূতদের নিয়ে গড়া।

এই এশিয়ান দলটা এসেছে এশিয়ান বংশোদ্ভূতদের নিয়ে আয়োজিত ‘এশিয়া কাপ’-এর সেরা খেলোয়াড়দের নিয়ে। আগামীকাল শনিবার (০৬ জুন) থেকে শুরু হয়ে চলবে দুই দিন।
অর্থাৎ আগামী সৈামবার (০৮ জুন) পর্দা নামবে এই টুর্নামেন্টের। এই লিগের ম্যাচগুলো দেখাবে ‘মাইক্রিকেট’ নামের ফেসবুক পেজ থেকে। এই লিগের ম্যাচগুলো দেখার জন্য উন্মুক্ত থাকবে গ্যালারি।
তবে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে হবে মাঠে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.