স্বামীর লাশের পাশে রাত কাটিয়ে সকালে অফিসে গেলেন স্ত্রী

বিটিসি নিউজ ডেস্কনিজের শাড়িতে ফাঁস দিয়ে স্বামীকে হত্যা করলেন অদিতি। তারপর সারারাত স্বামীর লাশের সঙ্গে কাটিয়ে সকালে বাসা থেকে বের হয়ে সোজা চলে গেলেন নিজের বাড়িতে। সেখান থেকে গোসল সেরে চলে গেলেন নিজের কর্মস্থল এয়ারপোর্টে।

এক তদন্তকারী বলেন, মৃতের ঘরে তল্লাশি চালাতে গিয়ে আমরা নারীদের একটি রুমাল এবং বাগুইআটি এলাকার একটি হোটেলের বিল খুঁজে পাই।

বিকেলেই পুলিশ বাগুইআটির ওই হোটেলে যায়। সেখানে প্রতুল আধার কার্ডের ফটোকপি দিয়েছিলেন। সেখান থেকে কাশীপুরের একটি ঠিকানা পান তদন্তকারীরা। সেই ঠিকানায় গিয়ে পুলিশ জানতে পারেন অদিতি চক্রবর্তীর কথা।

অদিতি চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। জানা যায় প্রতুলের স্ত্রী অদিতি। এয়ারপোর্ট অথরিটির পদস্থ কর্মী অদিতিকে এরপর জেরা করা শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত রাতভর জেরায় খুনের কথা স্বীকার করেন অদিতি।
পুলিশকে তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রতুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে খুন করেছেন।

আজ শুক্রবার অদিতিকে ব্যারাকপুর আদালতে তোলা হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.