স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে লালপুরে শহীদ সাগর মঞ্চ নাটক


নাটোর প্রতিনিধি: মুজিব শতবর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে নাটোরের লালপুরে গোপালপুর চিনিকলের ৭১এর ইতিহাস তুলে ধরতে গণহত্যা বিষয়ক থিয়েটার শহীদ সাগর নাটক মঞ্চস্থ করলো শিল্পকলা একাডেমি।
শনিবার রাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও নাটোরের জেলা প্রশাসনের সহযোগিতায় গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিল¯ হাইস্কুল মাঠে এই নাটক অনুষ্ঠিত হয়।
১৯৭১ সালে ৫মে পাকিস্তানের হানাদার বাহিনীর বুলেটর আঘাতে নিহত চিনিকলের তৎকালীন প্রশাসক লে: শহীদ আনোয়ারুল আজিম সহ অনান্য শহীদের ওই দিনের নির্মম ঘটনা মঞ্চ নাটকে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে নাটোর শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির, নাটোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকার, লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি,কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মামুন রেজা, চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওসার, সাধারণ দেলোয়ার হোসেন পিন্টু।
এছাড়া স্থানীয় সংবাদকর্মীরা সহ সুধীজনরা উপস্থিতি ছিলেন। এসময় হাজার হাজার দর্শক মঞ্চ নাটক উপভোগ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.