স্বাধীনতা বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে চায় : এলজিআরডি মন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, স্বাধীনতা বিরোধীরা দেশকে নতুন করে অস্থিতিশীল করে তুলতে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তাই তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে।
আজ শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা পৌরসভায় এক পথসভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মের মানুষ সমানভাবে সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জাতিগত কোনো ভেদাভেদ নেই। দলমত নির্বিশেষে আমরা দেশের জন্য কাজ করবো।
বোদা পৌরসভা চত্বরে পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রেলমন্ত্রী বলেন, শেখ হাসিনা বর্তমানে বিশ্বের রোল মডেল। তার দিক-নির্দেশনায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে গেছে।
পথসভা শেষে মন্ত্রীদ্বয় পৌর চত্বরে দুটি গাছের চারা রোপণ করেন। পরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের সাবেক সিটমহল এলাকায় বিভিন্ন কাজ পরিদর্শন করেন তাজুল ইসলাম। এর আগে তিনি রেলমন্ত্রীর নিজ বিদ্যালয় বিএল উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.