স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি

ঢাকা প্রতিনিধি: আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ মার্চ ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং দেশব্যাপী সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সেদিন সকাল ৭টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর ঢাকায় ফিরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ করবেন।
এর আগে ২৫ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বেলা ১১টায় মহানগর নাট্যমঞ্চ অথবা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
২৭ মার্চ বেলা ১১টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে মুক্তিযোদ্ধা গণ সমাবেশ অনুষ্ঠিত হবে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশে জেলা, মহানগরীতে বিতরণ করা হবে পোস্টার। এছাড়া দেশের মহানগর, জেলা, উপজেলা পৌর শহরসহ সব ইউনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনগুলো নিজস্ব কর্মসূচি প্রণয়ন করবে।
কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, যে আশা-আকাঙ্ক্ষা ও চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম, তা ৫০ বছর পরেও অর্জন হয়নি। মুক্তিযুদ্ধের মূলে ছিল গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা। তা আবার হারিয়ে ফেলেছি। আজকে পাকিস্তানি হানাদারদের মতো অত্যাচার নির্যাতন করছে।
তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া খালেদা জিয়া এখনো মিথ্যা মামলায় বন্দি। ২৬ মার্চের আগে খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দির মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ন্যাক্কারজনক কলঙ্কময় অধ্যায়ের সূচনা উল্লেখ করে তিনি বলেন, একটি বারে নির্বাচন যেখানে সুষ্ঠু হয় না, সেখানে আওয়ামী লীগের অধীনে কী করে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে? কেউ বিশ্বাস করে না। তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন হতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.