স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা: বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও রাজনৈতিক দর্শন গবেষণার কাজ করে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে

চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস গবেষণা করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আগামী প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত করেই গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক এবং অভিন্ন – অবিচ্ছেদ্য অংশ। এখনো অনেকেই বঙ্গবন্ধু ও বাংলাদেশকে স্বীকার করতে চায় না, তাদেরকে চিহ্নিত করে প্রতিরোধ করতে বঙ্গবন্ধু সৈনিক লীগকে অগ্রসর ভূমিকা পালন করতে হবে। বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা একথা বলেন।
বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে গতকাল ৩০ মার্চ শনিবার বিকাল চারটায় নগরের মোমিন রোডের বঙ্গবন্ধু ভবনের বৈঠকখানা হলে সংগঠনের আহ্বায়ক মো কামাল উদ্দিনের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন চট্টগ্রাম সরকারি মহসীন কলেজের সাবেক অধ্যাপক, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক মো খোরশেদ আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম ওসমান গণি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ পরিবারবর্গের চেয়ারম্যান, জহুর আহমেদ চৌধুরীর সন্তান মো জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা এম মনছুর আলম, বাংলাদেশ টেলিভিশন শিল্পী সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি উত্তম কুমার বড়ুয়া।
সভায় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড – সরকারের সাফল্য তুলে ধরতে কাজ করছেন, তারই ধারাবাহিকতায় চট্টগ্রামেও কাজ করছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর। সংগঠনের কর্মকান্ড ইতিমধ্যে চট্টগ্রাম আওয়ামী পরিবারের কাছে প্রশংসিত হয়েছে।
সংগঠন যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফোরকান, মো হাবিব উল্লাহ ভাস্কর চৌধুরী, মো শাহ আলম সিকদার, সদস্য বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, স ম জিয়াউর রহমান, ইন্জিনিয়ার আবুল কালাম আজাদ, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, এস এম মহিউদ্দিন, এম এ ইউসুফ হায়দার, মো শহীদুল্লাহ, মো আরিফুল আকবর, মো জসিম উদ্দিন, তামান্না জাহান, লাভলী ডিও, শারমিন আকতার, শিউলি আকতার, এনামুল হক রাশেদী, মো দিদারুল আলম, হাবিবুর রহমান, মো ফারুক আহমেদ, বাবলু বড়ুয়া, মো মোসলেম মিয়া, আসাদুজ্জামান চৌধুরী, হাছান মিন্টু, মোহাম্মদ নুর, পংকজ কুমার রাহুল, বিপ্লব বিজয়, বাবুল দেব, শেখ জালাল উদ্দীন, শান্তজিত মল্লিক, মো ইমরান হোসেন, মোহাম্মদ ফারুক, জাহিদুল আলম, মো আবুল কালাম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.