স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে হ্যান্ডবল প্রতিযোগিতা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আয়োজিত হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে পৌর পার্কে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজক কমিটির আহবায়ক জিয়াউর রহমান আরমানের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহম্মদ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব মোঃ মামুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ওয়ালিউল ইসলাম খান, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, শহর পরিকল্পনাবিদ মোঃ ইমরান হোসাইন, সহকারী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল গফুর, কাউন্সিলর এনামুল হকসহ অন্যরা। পৌরসভাধীন ৮টি উচ্চ বিদ্যালয়ের হ্যান্ডবল দল এ প্রতিযোগিতায় অংশগ্রহন করছে।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমী ও নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়। উদ্বোধনী খেলায় ফুলকুঁড়ি ইসলামিক একাডেমী ১৪-৫ গোলে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। আগামী ২৫ মার্চ একই মাঠে এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
অংশগ্রহনকারী বাকী ৬টি দল হল-নামোশংকবাটি উচ্চ বিদ্যালয়, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়, নয়াগোলা উচ্চ বিদ্যালয়, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় ও রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.