স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিবগঞ্জে তথ্য অফিসের আলোচনা সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শিবগঞ্জে আলোচনা সভা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মুজিববর্ষ উপলক্ষে এপিএ কার্যক্রমের আওতায় রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা হয়।
জেলা তথ্য অফিসার মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমদ নজমুল কবির মুক্তা, দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানীসহ অন্যরা। সভায় বক্তারা মাদক, বাল্যবিবাহ ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গঠন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
মানি রহমানের সঞ্চালনায় সভার শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-ছাত্র/ছাত্রী, জেলা তথ্য অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নারী-পুরুষগণ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.