স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধার চেতনায় নৌকায় ভোট দেওয়ার আহ্বান : চেয়ারম্যান মোর্শেদা 


মোড়েলগঞ্জ প্রতিনিধি: প্রথম ধাপে ইউপি নির্বাচনে বাগেরহাটের মোড়েলগঞ্জে ১নং তেলিগাতি ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেছেন, স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধার চেতনায় সকলকে একাযোগে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার বিকেলে হেড়মা বাজারে নির্বাচনী কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন লাল। সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আজাদ রুহুল আমীন, আওয়ামীলীগ নেতা আ. মান্নান আকন, মাওলানা নজরুল ইসলাম, হাকিম খান, ইউনিয়ন যুবলীগ সভাপতি খান নাহিদুজ্জামান রনি, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বাচ্চু, শ্রমিক লীগ সভাপতি মো. সালাহ উদ্দিন, তাঁতীলীগ সভাপতি খান মনিরুজ্জামান, যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় চেয়ারম্যান প্রার্থী মোর্শেদা আক্তার আরো বলেন, স্বাধীনতার স্ব-পক্ষের মানুষ কখনও নৌকা প্রতিকের বিরোধিতা করতে পারেনা। স্বতন্ত্র প্রার্থী বর্তমান সরকারের ভাতাভোগীসহ সুবিধাভোগ করে। নৌকা প্রতিকের বিরোধিতা করে প্রার্থী হয়েছেন। সুদ ব্যবসায়ীর সাথে জড়িত ব্যক্তি কখনও জনগনের সেবক হতে পারে না।

প্রয়াত আওয়ামী লীগ নেতা খান ছাদেকুর রহমান ছাদুখা জনগনের সাথে দীর্ঘদিনের বন্ধন এ ভালোবাসার মানুষ তাকে এখনও ভোলেনি। ১১ এপ্রিল জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে সাধারণ ভোটাররা তাকে বিপুল ভোট দিয়ে পুনরায় বিজয় করবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.