স্বাধীনতায় শেখ পরিবারের কোনো ভূমিকা নেই : রিজভী

নরসিংদী প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস লেখা হলে শেখ পরিবারের কোনো ভূমিকা নেই। আওয়ামী লীগের কয়েকজন নেতার থাকতে পারে, শেখ পরিবারের কোনো অবদান নেই। তাদের দেশপ্রেম নাই, তাদের আছে টাকাপ্রেম ও বাড়িদখল প্রেম এবং অন্যের স্ত্রীকে উঠিয়ে নেওয়ার প্রেম।
আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বৈরাচার ফ্যাসিসদের দোসররা, প্রেতাত্বারাএখন রাষ্ট্রের গভীরে অবস্থান করছে। এরা এখনো অবস্থান করছে বলেই, তারা জুনায়েদকে পৃথিবী থেকে সড়িয়ে দিয়েছে। একইভাবে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দিদারকে তারা দিনে দুপুরে নির্মমভাবে হত্যা করেছে। অন্তবর্তীকালীন সরকার এই শহীদদের খুনের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। তাদের গুরু দায়িত্ব পালনে যদি কোনো স্লথ গতি থাকে, ডিলেডালা ভাব থাকে, তাহলে আমরা যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি, আমরা যে একটু পৃথিবী কাঁপানো বিপ্লবের কথা বলছি, ৫ আগষ্ট তার যে অন্তনিহিত চেতনা, তার মূলমন্ত্র সেটি ব্যাহত হবে। চেতনাকে অবমূল্যায়ন করা হবে।
এ সময় তিনি জুনায়েদ আল হাবিবের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, কেন্দ্রীয় বিএনপির বিমান ও প্রযুক্তি বিষয়কসহ সম্পাদক ও আমারা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
পরে নিহত ও আহত প্রত্যেক পরিবারকে আমরা বিএনপি পরিবার -এর পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। এর আগে রুহুল কবির রিজভী নিহত সমন্বয়ক জুনায়েদ আল হাবীবের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নরসিংদী প্রতিনিধি মো. গোলাম মোস্তফা মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.